নিপুণের স্বভাব চরিত্র ভালো না- পীরজাদা শহিদুল হারুন।
16, September, 2022, 12:04:19:AM
রিয়েল তন্ময় বিনোদন প্রতিবেদক
আজ শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা `বীরত্ব`। মুক্তির আগের দিন বীরত্বের টিমকে শুভেচ্ছাও জানালেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। মুক্তির আগের দিন চিত্রনায়িকা নিপুণকে `বাজে মেয়ে` আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন বীরত্ব সিনেমারই একজন অভিনেতা পীরজাদা শহিদুল হারুন। তিনি লিখেন, নিপুণ একটি বাজে মেয়ে,তার স্বভাব চরিত্রে প্রবলেম আছে বহুবিধ।তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়োজিত রাখতে না পেরে অস্বাভাবিক পথ বেছে নেয় আর একারনেই কিন্তু তাকে বিতর্কিত হতে হয় প্রায়শঃ। একমাত্র আমিই তার ভবিষ্যতের বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম।কারন আমি তো বিচারক ছিলাম,আর এই বিচারকগন বাস্তবতার প্রমান, কাগজপত্র যাচাই-বাছাই করেই কিন্তু আদেশ দিয়ে থাকেন আর আমিও নিপুণের বিষয়ে সকলকিছু সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে বিচার বিশ্লেষন করেই আমার আদেশ দিয়েছিলাম। এতে কিন্তু বিন্দুমাত্র আমার কোন স্বার্থ ছিলো না । আর তাতে কে কি বললো,সেটা আমি পরোয়া করি না, কারন আমি সঠিক ছিলাম আর আমি জানি সঠিক সকল সময় সত্য এবং সত্য একদিন প্রকাশ পাবেই। সন্দেহের কোন কোন বেড়া জাল যদিও সত্য প্রকাশকে মাঝে মাঝে বিলম্বিত করে ঠিকই কিন্তু তা সাময়িক। পরে কিন্তু আসল সত্যি ঠিকই বের হয়ে আসে। তাই আমিও তার মেয়ের বিষয়ে সঠিক আদেশটিই আদালতে দিয়েছিলাম,পরে বাস্তবে কি হয়ে ছিলো তা সিনেমার রঙ্গীন পর্দায় দেখুন আগামীকাল হতে---সিনেমা "বীরত্ব" পরিচালনায় "সাইদুল ইসলাম রানা"। চরিত্রঃ- নিপুণ "পতিতা" আর আমি "বিচারক" । পীরজাদা শহিদুল হারুনের প্রচারের এই কৌশল টা সত্যিই অভাবনীয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই পোস্টের কমেন্টে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন এই কৌশলী প্রচারণাকে। সিনেমার গল্পের নিপুণ এর চরিত্রের সারাংশ তুলে ধরেই তিনি দর্শকদের আমন্ত্রণ জানান হলে এসে সিনেমা দেখার। নিপুণ কেমন চরিত্রের এবং কি ঘটেছে তার সাথে তা জানতে হলে আগামীকাল হলে এসে বীরত্ব সিনেমা দেখতে হবে এমনটাই বুঝাতে চেয়েছেন তিনি। সাইদুল ইসলাম রানা পরিচালিত `বীরত্ব` সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নিপুণ আক্তার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্ণা, প্রনব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ, রিমু, জাহাঙ্গীর আলম ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া সহ অনেকে।