ইন্দোরের বাড়িতে টিভি অভিনেত্রী বৈশালী টক্করের আত্মহত্যার ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে। মৃত্যু পর ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রীর সামজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
এ ঘটনায় প্রথমে অভিযোগ ছিল বৈশালীর হবু বর অভিনন্দন সিংহর দিকে। এবার জানা গেল, বৈশালীর আত্মহত্যার জন্য দায়ী তার প্রাক্তন প্রেমিক রাহুল। পরিবারের দাবি— বিয়ে ঠিক হওয়ায় বৈশালীর ‘আপত্তিকর’ ছবি, ভিডিও রাহুল পাঠিয়েছিল হবু বর অভিনন্দনকে।
ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সুইসাইড নোটে বৈশালী লিখেছেন, রাহুল আমাকে শারীরিক-মানসিকভাবে শেষ করেছে। ও বলেছিল, আমাকে কিছুতেই বিয়ে করতে দেবে না; আর ঠিক তাই করল।
রইন্দোরের সহকারী পুলিশ কমিশনার এম রহমানের ভাষ্যমতে, বৈশালীর কক্ষে পাওয়া একটি সুইসাইড নোট দেখে মনে হচ্ছে, তিনি চাপে ছিলেন এবং প্রাক্তন প্রেমিক তাকে হয়রানি করছিলেন।
(১৬ অক্টোবর) সকালে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাড়ি থেকে বৈশালীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
অভিনেত্রী তার বাবা ও ভাইয়ের সঙ্গে থাকতেন। তারা এ ঘটনা শোকে স্তব্ধ।
প্রসঙ্গত, বৈশালী ২০১৫ সালে ‘ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি এরপর ‘সসুরাল সিমার কা’সহ এক ডজনেরও বেশি সিরিয়ালে কাজ করেন।
সম্প্রতি তাকে ‘রক্ষাবন্ধনে’ দেখা গেছে, যেখানে তিনি রিয়েলিটি শো ‘বিগ বস’ খ্যাত নিশান্ত মালকানির বিপরীতে অভিনয় করেন।