স্বাগতা একাধারে অভিনয়শিল্পী, উপস্থাপিকা ও গায়িকা। আগামী মাসে তার অভিনীত নতুন চলচ্চিত্র `অসম্ভব` মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া `দেয়ালের দেশ` ও `মানুষের বাগান` নামে আরও দুটো সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।নতুন সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন স্বাগতা।
আপনার অভিনীত নতুন সিনেমা আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে বলে শুনেছি?
স্বাগতা: হ্যাঁ। অরুণা বিশ্বাস পরিচালিত `অসম্ভব` সিনেমাটি আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে। `অসম্ভব` আসলেই অসম্ভব সুন্দর একটি সিনেমা। পরিবারের সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে দেখার মতো সিনেমা। এটি মূলত পরিবারের গল্প। শতভাগ পারিবারিক গল্প। আমার বিশ্বাস মানুষ প্রেক্ষাগৃহে আসবেন সিনেমাটি দেখতে।