আমরা আর একসাথে নাই’! ফেসবুকে এমন পোস্ট দিয়ে রহস্য ছড়িয়ে দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি এমন পোস্ট দেন।
তবে কেন নেই, কার সঙ্গে নেই সেসব বিষয়ে কিছুই লেখেননি এ নায়িকা। এটা কোনো সিনেমার নাম, নাকি সংলাপ তা নিয়ে প্রশ্ন ভক্তদের মনে।
অনেকে আবার জিজ্ঞাসা করেছেন, মাহিয়া মাহির কি আবারও সংসার ভাঙতে চলেছে? তবে এখনো এ নিয়ে কিছু জানাননি মাহি।
ভক্তদের মনে উঁকি দিয়ে, মাহির ফেসবুক আইডি কি হ্যাক হয়েছিল?এদিকে, ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র ১৫ মিনিটেই তাতে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট পড়ে। মন্তব্য করেন অনেকেই। আধা ঘণ্টা পর সেই পোস্ট সরিয়ে দেন মাহি।