ব ধরনের জ্বালানি তেলের দাম কমছে। শিগগিরি নতুন এ দাম কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জানা যায় প্রতি লিটারে ডিজেল-অকটেন, পেট্রোল ও অকটেনের দাম ৫ টাকা কমানো হচ্ছে।
এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করা হয়।
সেসময় ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
৫ আগস্ট (শুক্রবার) রাতের ওই ঘোষণায় প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬, পেট্রলে ৪৪ টাকা দাম বাড়ানো হয়।
দাম বৃদ্ধির আগ পর্যন্ত ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।