৪ মাস নয়, ৬ বছর আগে বিয়ে : নিয়ম মেনে মা হয়েছেন নয়নতারা
17, October, 2022, 1:03:6:PM
রতের দক্ষিণি চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা বিয়ের চার মাসের মাথায় যমজ পুত্রসন্তানের মা হয়েছেন। এই সুখবর সম্প্রতি অন্তর্জালে জানিয়েছেন স্বামী পরিচালক বিগনেশ শিবন। নবজাতকের নাম যথাক্রমে উইর ও উলাগাম।
সেই থেকে ধারণা করা হচ্ছিল, সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি। তবে ভারতের সারোগেসি (রেগুলেশন) অ্যাক্ট ২০২১ অনুযায়ী, বিয়ের পর অন্তত ৫ বছর অতিবাহিত করলে তবেই কোনও দম্পতি সারোগেসির আবেদন করতে পারেন। যে নারী সন্তানের জন্ম দেবেন, তাঁকেও সেই দম্পতির নিকট আত্মীয় হতে হবে।
বিষয়টি তদন্ত করার জন্য তামিলনাড়ুর স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এবার জানা গেল, চার মাস নয়, ছয় বছর আগে বিয়ে করেছেন নয়নতারা। রেজিস্ট্রি বিয়ের সেই কাগজপত্র তদন্ত কমিটির কাছে জমা দিয়েছেন এই তারকা জুটি, খবর হিন্দুস্তান টাইমসের।
ই দম্পতি আশ্বস্ত করেছেন, সব নিয়ম মেনেই বাবা-মা হয়েছেন তাঁরা। যে নারী এই তারকা জুটির সন্তান জন্ম দিয়েছেন, তিনি নয়নতারার আত্মীয়। চেন্নাইয়ের যে হাসপাতালে সন্তানদের জন্ম হয়েছে, সেখানেও গিয়েছিলেন তদন্ত কর্মকর্তারা।
বর্তমানে নয়নতারা বলিউড কিং খান শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন; যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার।
২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণি অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।