সৈকতে বেড়াতে গিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী। লাল টুকটুকে ফ্রক পরেই বালিতে নাচতে শুরু করেছিলেন তিনি। ওদিকে আবার হাওয়ার দাপট প্রচুর। তাতেই বেসামাল হল শ্রাবন্তী চ্যাটার্জীর পোশাক। অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন ভিডিও।জীবনে অনেক ঝড়-ঝাপটা পেরিয়েছেন। সামলেছেন ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ। কিন্তু তাঁর এগিয়ে চলা থামাননি শ্রাবন্তী। কিছুদিন আগেই নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন। এবার বন্ধুদের নিয়ে পাড়ি দেন সমুদ্রের দিকে। সম্ভবত গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই এই ভিডিও শেয়ার করেন। ভিডিওর নেপথ্যে অরিজিৎ সিংয়ের গান ব্যবহার করেন। সৈকত দেখে আনন্দে আত্মহারা হয়ে নাচছিলেন শ্রাবন্তী। কিন্তু সমুদ্র সৈকতের হাওয়ায় অভিনেত্রীর লাল ফ্রক উড়ে যেতে থাকে। হাত দিয়ে পরিস্থিতি সামাল দেন।এমনিতে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। দু’জন একই আবাসনের বাসিন্দা। এর মধ্যেই আবার জিতু কমল ও নবনীতা দাসের সংসার ভাঙার জন্য কেউ কেউ অভিনেত্রীকে দায়ি করেছেন। যদিও নবনীতা ফেসবুক লাইভে এই জল্পনা একেবারেই নস্যাৎ করে দিয়েছেন। শ্রাবন্তীর এই পোস্টেও নানা মন্তব্য করা হয়েছে। একজন আবার জানতে চান, নায়িকা কি চাঁদে চললেন?তবে যে যাই বলুক না কেন এবারের জন্মদিন শ্রাবন্তীর কাছে স্পেশ্যাল। কারণ এবার অভিনেত্রীর নামে রাখা হয়েছে লিও নক্ষত্রপুঞ্জের একটি তারার নাম। জন্মদিনের সাতদিন বাদে এই সুখবর দেন অভিনেত্রী। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরির পাঠানো স্মারকের ছবি শেয়ার করেন তিনি।