সিলেটের গোলাপগঞ্জে বাসচাপায় আবুল হোসেন (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আবুল হোসেন (২৭) জকিগঞ্জ উপজেলার চাঁদ শ্রীকোনার শেখপাড়া গ্রামের ঈদগাহ বাজার এলাকার মোশাহিদ আলীর পুত্র। তিনি হবিগঞ্জের বাহুবল সদর থানায় পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশ সদস্য আবুল হোসেন গত ২৩ ফেব্রুয়ারি ৫ দিনের ছুটিতে যান তিনি। পরে অসুস্থতার কারণে তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে আল হেরা এন্টারপ্রাইজ নামক একটি বাসে বাড়ি ফিরছিলেন। এসময় সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে বাস ও মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য মারা যান। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।