কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নের রাজেন্দ্র বাজারে সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এক পশুর ঔষুধ বিক্রেতা গৌরাঙ্গ চন্দ্র বর্মন এর ৫০০০ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ ফারুক হোসাইন জানান, পশু চিকিৎসার ঔষুধ বিক্রির লাইসেন্স না থাকায় বাংলাদেশ ভ্যাটেনিনারী কাউন্সিল আইন ২০১৯/৩৮(১) এর ধারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাজেন্দ্র বাজারের পশুর ঔষুধ ব্যবসায়ী বিরেন্দ্র চন্দ্র বর্মনের পুত্র নিগম ফার্মেসীর মালিক গৌরাঙ্গ চন্দ্র বর্মন এর ৫হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোছাঃ সুমী আক্তার, ভ্যাটেনারী সার্জন মোঃ সাকিল আহমদ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ। ভ্রাম্যমান আদালত কে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।