মারকাযুস সুন্নাহ আস-সালাফীর বার্ষিক ফল প্রকাশ ও পুরষ্কার বিতরন
30, December, 2024, 9:23:3:AM
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর, সেক্টর ০৫ অবস্থিত হাদীস ফাউন্ডেশন , রাজশাহী অধিভূক্ত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুস সুন্নাহ আস-সালাফীর রূপগঞ্জ শাখার বার্ষিক ফল প্রকাশ করা হয়েছে। শনিবার দুপুরে মারকাযুস সুন্নাহ আস-সালাফীর মাদরাসা ভবনের হল রুমে এ বার্ষিক ফল প্রকাশের আয়োজন করা হয়।
মারকাযুস সুন্নাহ আস-সালাফীর মক্তব, শিশু, প্রথম শ্রেণীসহ সপ্তম শ্রেণী ১শ ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ১শ ৪৫ কৃতকার্য হলে পাশের হার ৮৯ শতাংশ। প্রথম,দ্বীতীয়,তৃতীয়স্থান অধিকারীসহ সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের পুরুষ্কৃত করা হয়।
মারকাযুস সুন্নাহ আস-সালাফী মাদরাসার প্রিন্সিপ্যাল ড. ইহসান ইলাহী যহীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির নেতা বাছির উদ্দীন বাচ্চু। এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক মুহাম্মদ মাহফুযুর রহমান, হাফেয মাহমুদ্দুল্লাহ, শো’আইবুর রহমান, হাফেয শরিফুল ইসলাম, পারভেজ, সালাউদ্দীন, মুহাম্মদ আল আমিন মিন্টু (সাংবাদিক) প্রমূখ।