কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় ভাতিজার মারপিটে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫৫)। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের বুদ্ধিরবাজার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। মঙ্গলবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গের্দ্দবালাপাড়া চান্দের ভিটা এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের মামাতো ভাই রাজু মিয়া বলেন, আমজাদ হোসেন সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে তাঁর ভাতিজা শহিদুলের সাথে বিরোধ চলছিল। এনিয়ে ল্যান্ড সার্ভে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার রাতে ভাতিজা শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোর পুর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এসময় জমি থেকে মাটি উত্তোলনে বাধা দেন চাচা আমজাদ হোসেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ভাতিজা শহিদুল ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে এলোপাতাড়ি মারপিট করলে তিনি ঘটনাস্থলেই আহত হন। এ সময় তার চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতেই কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমিতে মাটি উত্তোলনকে কেন্দ্র করে মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। মারপিটে মৃত্যুর খবর পেয়ে নিহত আমজাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ছেলে রায়হান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।