কাউনিয়ায় কর্মসংস্থান সৃষ্টি ভ্যানে করে ফুল ও ফলের চারা বিক্রি করে সংসার চালায় অনেকে
18, January, 2025, 8:51:9:PM
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় ভ্যানে করে নানা প্রজাতির ফুল ও ফলের চারা বিক্রি করে কর্মসংস্থানের নবদিগন্তের সৃষ্টি হয়েছে। ফুল ও ফলের চারা বিক্রি করে লাভবান হচ্ছেন উপজেলার প্রায় শতাধিক চারা বিক্রেতা। চারা বিক্রি করে প্রতিদিন তারা আয় করছেন কমপক্ষে এক হাজার থেকে বার শত টাকা। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখে গেছে, ভ্যান গাড়ীতে চারা গাছের পসরা সাজিয়ে শহরের বিভিন্ন অলিগলি, শিক্ষা প্রতিষ্টানের সামনে দাপিয়ে বেড়াচ্ছেন ভ্রাম্যমাণ নার্সারির ভ্যান চালকগণ। ফুল ও বৃক্ষপ্রেমীদের নজর কাড়ছে ভাসমান ভ্যান নার্সারিগুলো। হাতের নাগালে পেয়ে পছন্দের গাছ কিনে বাড়ি ফিরছেন পথচারী শিক্ষার্থীরাসহ অনেকেই। কাউনিয়া উপজেলায় প্রায় শতাধিক ভ্রাম্যমান ফুল ও ফল গাছ ব্যবসায়ী প্রতিদিন শহীদবাগ ইউনিয়নের ফুল গ্রাম নামে পরিচিত সাধু লিচু বাগান গ্রামের বিভিন্ন নার্সারী থেকে ফুল ও ফল গাছ কিনে ভ্যানে করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন তারা। ফুল ও ফল গাছ বিক্রি করে সাবলম্বী হচ্ছেন বলেও জানান নার্সাারী ব্যবসায়ীরা। এ ব্যাপারে বালিকা বিদ্যালয় মোড়ে কথা হয় ভ্রাম্যমাণ ভ্যানে করে ফুল ও ফলের চারা বিক্রি করতে আসা জামিরুল ইসলাম (৩২) এর সাথে। তিনি জানান, গত প্রায় ১০ বছর ধরে এ বছর ব্যবসা করছেন তিনি। তার কাছে সবনিম্ন ৪০ থেকে ২৫০টাকা দরের বিভিন্ন ও ফল ও ফুলের চারা রয়েছে। এগুলোর বেশিরভাগই হাইব্রিড। শহরে এসব গাছের চাহিদা বেশি এবং অল্প একটু জায়গাতেও এই গাছগুলি বেড়ে উঠতে পারে। চারা বিক্রি করে তার প্রতিদিন আয় হয় ৮শত থেকে ১২শত টাকা। শীতকালে ফুলের চারার চাহিদা থাকে বেশী, শীত চলে গেলে সে হাটে হাটে কাঠ ও ঔষধী গাছের চারা বিক্রি করেন। এতে করে তার সংসার ফলই চলছে। তারমতো অনেকই এই ব্যবসায় জরিত রয়েছে। স্কুল ছাত্রী সুমাইয়া ভ্যানে আনা ফুলের চারা গুলো পছন্দের ও সস্তায় পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। ভ্রাম্যমাণ নার্সারি থেকে ফুল গাছের চারা সংগ্রহ করতে আসা রাজিব গ্রামের সুমন বলেন, বাড়ির আঙিনায় সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গাছের চারা ক্রয় করলাম। দাম অনেক কম পেয়েছি। এ ব্যাপারে কথা হয় সাধু লিচু বাগান এলাকার নার্সারির মালিক আঃ রহমানের সাথে। তিনি জানান, গত দুই বছরের থেকে এ বছর ব্যবসা একটু ভালো। বিশেষ করে ভ্যানে করে বিক্রেতার সংখ্যা বাড়ায় তারা লাভকান হচ্ছেন। শহরে ফুলের চারার চাহিদা থাকে বেশী। ফুল গাছগুলো যারা কিনছেন তারা শখের বসে কিনছেন। ভ্রাম্যমান ফুল গাছ ব্যবসায়ী প্রতিদিন ফুল গাছ বিক্রি করে সাবলম্বী হচ্ছেন বলেও জানান। কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আকতার জানিয়েছেন, উদ্যোক্তরা প্রশিক্ষণ নিয়ে নিজস্ব ও ভারা জমিতে নার্সারী করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এতে এলাকায় ভ্রাম্যমাণ নার্সারির ব্যবসায়ী