ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংসদে জানিয়েছেন, দেশের ৬টি মোবাইল ফোন কোম্পানির টুজি এবং থ্রিজি মিলিয়ে বৈধ সিমের সংখ্যা ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৪১০ টি।
দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে গোলাম দস্তগীর গাজীর (নারায়ণগঞ্জ-১) তারকা চিহ্নত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
সংসদে দেওয়া মন্ত্রীর তথ্যানুসারে, গ্রামীণফোনের বৈধ সিম ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৪১২টি। রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৯৫৮টি। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সের ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ১১৬টি। এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১ কোটি ৭ লাখ ৯ হাজার ৬৬০টি। প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের ১০ লাখ ৬ হাজার ৬৮৪টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ৪১ লাখ ৪২ হাজার ৫৮০টি।