নতুন সিনেমা ‘রাইস’-এর শুটিং করতে ভারতের আহমেদাবাদে গিয়ে এবার হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ১৪ ফেব্রুয়ারি তার গাড়ি লক্ষ্য করে আকস্মিক পাথর ছোঁড়া শুরু করে হিন্দু মৌলবাদীরা। অল্পের জন্য বেঁচে গেছেন শাহরুখ।
পুলিশের দেয়া তথ্য অনুসারে, শুটিং লোকেশনের কিছু দূরেই পার্ক করা ছিল শাহরুখের গাড়ি। হঠাৎ মৌলবাদীদের একটি ছোট্ট দল ‘জয় শ্রী রাম’ এবং ‘শাহরুখ হায় হায়’ বলতে বলতে এসে তার গাড়িতে পাথর ছোঁড়া শুরু করেন।
তবে ততক্ষণে শুটিং-এ ব্যস্ত হয়ে পড়েছেন শাহরুক। গাড়িতে কেউ ছিল না।
হিন্দি সিনেমার এই অভিনেতার প্রতি হিন্দু মৌলবাদীদের আক্রোশের সূচনা হয় গত নভেম্বরে। ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখ নিজের মত প্রকাশ করার পর তার উপর চড়াও হয় বিভিন্ন মহল। এমনকি ক্ষমতাসীন দলের নেতাদেরও চক্ষুশূল হয়ে পড়েন তিনি।
শুধুমাত্র নিজের মত প্রকাশের কারণে যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন এই অভিনেতা, তেমনই নেতিবাচক প্রভাব পড়ছে তার সিনেমার ব্যবসাতেও।
ডিসেম্বরে মুক্তি পাওয়া তার বড় বাজেটের ছবি ‘দিলওয়ালে’ আশানুরূপ ব্যবসা করতে পারেনি নভেম্বরের সেই ঘটনার পরে। ভারতের প্রত্যন্ত অঞ্চলে প্রতিবাদের মুখে প্রেক্ষাগৃহে থামিয়ে দেয়া হয়েছে ‘দিলওয়ালে’র প্রদর্শনী।
শাহরুখের নতুন সিনেমা ‘রাইস’ পরিচালনা করছেন রাহুল ধোলাকিয়া, যিনি এর আগে ২০০২ সালে গুজরাটে সংঘটিত ধর্মীয় দাঙ্গার ওপর সিনেমা নির্মাণ করে বিতর্কিত হন।
আহমেদাবাদে এখন ‘রাইস’এর শুটিং চলছে কড়া নিরাপত্তায়। ১৪ ফেব্রুয়ারি সেখানকার সারখেজ রোজা মসজিদ এবং দরগায় কয়েকটি দৃশ্যের শুটিং করেন শাহরুখ, তখন বিশ্ব হিন্দু পরিষদের আন্দোলনকারীদের থামাতে ২০০ পুলিশ নিয়োজিত ছিলেন।
শুটিং লোকেশনের সামনে শাহরুখের কুশপুত্তলিকা পোড়ায় আন্দোলনকারীরা। ঐ অঞ্চলে শাহরুখ শুটিং করতে আসার আগে থেকেই চলছে প্রতিবাদ।