রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন। আজ বুধবার (১১ মার্চ) সকালে এই অগিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে বস্তিতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আগুনের সুত্রপাত কিভাবে ঘটে সে সম্পর্কে এখনও কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস টিম। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের ১১টি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।’ এদিকে আগুনের ঘটনায় এখনও হতাহতের সংখ্যা জানা যায় নি।
এর আগে, গত বছরের ১৬ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই বস্তির দুই হাজারের বেশি ঘরের প্রায় সবগুলোই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ৩ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।