রাজধানীর মিরপুরে ছিনতাই করার সময় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে হাতেনাতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব- ৪ মিরপুর ক্যাম্প। আজ শনিবার ভোররাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার আরিফুল ইসলাম ওরফে চাক্কু আরিফ (৩২) ও মাদারীপুর জেলার জোবায়ের হোসেন (৩০)।
র্যাব- ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, আটক দুই সন্ত্রাসী সাভারের আমিনবাজার বেড়িবাধ ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় মানুষকে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে অপহরণ, মাদকসহ মিরপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা অতিষ্ট হয়ে দুই সন্ত্রাসীর বিরুদ্ধে র্যাব-৪ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করলে র্যাব তাদেরকে ধরতে মাঠে নামে।
পরে আজ ভোররাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ছিনতাই করার সময় র্যাবের একটি দল হাতেনাতে দুই সন্ত্রাসীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুাটারগান, দুটি ছোরা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
জিয়াউর রহমান চৌধুরী আরও বলেন, আটক দুই সন্ত্রাসীর বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, ঢাকার ধামরাইয়ের নান্নার এলাকায় চাঁদাবাজি করার সময় দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।