ঢাকার খিলক্ষেত এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা ছিনতাইকারী বলে দাবি করছে পুলিশ।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এই ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের সময় দুইজনকে আটক করে পুলিশ।
নিহতরা হলেন নান্নু ও মোশাররফ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এছাড়া আটকদের নামপরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করতে যায় গুলশান ডিসি ডিবির একটি দল। এ সময় তারা পালানোর চেষ্টা করে। পরে ছিনতাইকারীদের সঙ্গে গোয়েন্দা পুলিশের বন্দুকযুদ্ধ হলে দুই ছিনতাইকারী নিহত হয়। বন্দুকযুদ্ধের পর লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।