দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর চট্টগ্রামে আজ থেকে শুরু হলো লোকাল ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল দশটায় চট্টগ্রাম রেলওয়ের পুরাতল রেলস্টেশন থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যায় কর্ণফুলী কমিউটার নামের ট্রেনটি। আগামী ১৩ ও ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে আঞ্চলিক ট্রেন চলাচল। এদিকে, আগামী ১২ সেপ্টেম্বর কাউন্টার থেকে শুরু হবে টিকিট বিক্রি। কর্ণফুলী কমিউটার ট্রেন চালুর মধ্য দিয়ে শুরু হলো চট্টগ্রাম থেকে লোকাল ট্রেন চলাচল। দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার উদ্যেশে ছেড়ে যায় এই ট্রেন।
দ্বিতীয় দফায় ১৩ সেপ্টেম্বর থেকে চালু হবে ময়মসিংহ এক্সপ্রেস, চাঁদপুর কমিউটার ও নোয়াখালী কমিউটারসহ বেশ কিছু ট্রেন। তৃতীয় দফায় ১৬ সেপ্টেম্বর থেকে চালু হবে নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম- দোহাজারীর ট্রেন চলাচলও।
আন্তঃনগর ট্রেনের মত সব ট্রেনই স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে বলে জানালেন সংশ্লিষ্টরা। তবে অনলাইনে টিকিট বিক্রি নিয়ে নানা অভিযোগ রয়েছে যাত্রীদের। এদিকে আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে কাউন্টার থেকে টিকিট বিক্রি। গেল ৩১ আগস্ট থেকে চট্টগ্রামে শুরু হয় আন্ত:নগর ট্রেন চলাচল।