রাজধানীর দারুস সালাম ও সিলেটের জৈন্তাপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার গভীর রাতে র্যাব-৪ এর সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সিলেট থেকে একজন ও ঢাকার দারুস সালাম এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই তিনজন আনসার আল ইসলামের অর্থ শাখার সক্রিয় সদস্যকে বলে জানায় র্যাব।