মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের জনজীবন। প্রতিদিন হু-হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনাভাইরাস মহামারি যত দিন না শেষ হচ্ছে তত দিন মাস্ক হবে প্রত্যেকের আবশ্যক নিত্যসঙ্গী। তবে মাস্ক শুধু পরে থাকা যথেষ্ট নয়। মাস্ক ব্যবহার করার নিয়ম জেনে নেওয়াও জরুরি।চিকিৎসকরা এখন সাধারণত সার্জিকাল মাস্ক ব্যবহার করার উপদেশ দিচ্ছেন। নির্ধারিত সময়ের জন্য তা ব্যবহার করে, নিয়ম মেনে বর্জন করতে হবে। পরার সময়ে যেমন সতর্ক থাকতে হবে, তার চেয়েও বেশি সাবধান হতে হবে মাস্ক খোলার সময়ে। ব্যবহৃত মাস্কে জমে থাকা জীবাণু যাতে আপনার ক্ষতি না করতে পারে, সে বিষয়ে সাবধান থাকা জরুরি।
মাস্ক খোলার সময় যেসব নিয়ম মানতে হবে:
মাস্ক ধরার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা জরুরি।
মাস্কটি সতর্কতার সঙ্গে এমনভাবে পরুন যেন তা সম্পূর্ণভাবে নাক ও মুখ ঢেকে রাখে এবং এমনভাবে বাঁধুন যেন মুখ ও মাস্কের মাঝে কোনো ফাঁকা না থাকে।
আট ঘণ্টা ব্যবহার করা হয়ে গেলে সেই সার্জিকাল মাস্ক ফেলে দেওয়া ভালো।
কোনো কারণে পরিহিত মাস্কটি ভিজে বা অপরিষ্কার হয়ে গেলে তা খুলে ফেলে সঙ্গে সঙ্গে আর একটি মাস্ক পরিধান করুন।
মাস্ক পরিধান বা খোলার সময় মাস্কের দুই পাশের ফিতা/ইলাস্টিকটি ব্যবহার করুন, মাস্কের সামনের অংশ স্পর্শ করবেন না। তাই মাস্ক ব্যবহারে আমাদের আরও সচেতন হতে হবে।
রাস্তায় বা ময়লা ফেলার জায়গায় মাস্ক ফেলা যাবে না। কোনও কাগজের ব্যাগে ভরে ফেলতে হবে। যাতে জীবাণু না ছড়ায়।
মাস্ক খোলার পর অন্য কিছুতে হাত দেওয়ার আগে আবার ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।।