নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের নাগরিকদের বড় অংশ টিকার আওতায় আসায় করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবের পরও পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আজ বৃহস্পতিবার (১০ই ফেব্রুয়ারি) সকালে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে আলোচনা সভায় এসব কথা জানান তিনি।
এসময় তিনি বলেন, দেশে প্রায় ২০ লাখ ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে। প্রতিবছর এ সংখ্যা বাড়ছে এবং মানুষ মারাও যাচ্ছে। যা করোনার থেকেও বেশি দুশ্চিন্তার। দেশের ৮টি ক্যান্সার হাসপাতালে আরো ১৪শ’ নতুন শয্যা চালু করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।