কাউনিয়ায় মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক ৩ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী
11, August, 2023, 9:12:55:AM
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ
কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী এর অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে মা ও নবজাতকের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক ৩ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সমাপনী হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জুনিয়র কনসালটেন্ট গাইনী এন্ড অবস্ ডাঃ সিনথিয়া সিদ্দিকা, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সাহেদ সাব্বির, মেডিক্যাল অফিসার ডাঃ সাব্বির আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মিরাজুল মুহাইমিনা। সার্বিক ব্যবস্থাপনায় আরডিাারএস বাংলাদেশ এর অফিসার-ক্যাপাসিটি বিল্ডিং মোঃ নাজমুল হুদা ডাকুয়া এবং অফিসার-গভঃ রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশন মোঃ গোলাম কিবরিয়া। প্রশিক্ষণে হাতে কলমে গর্ভবতী সেবা, প্রসূতি সেবা, নবজাতকের সেবা, প্রজননতন্ত্রের রোগের সেবা, পরিবার পরিকল্পনা পদ্বতি গ্রহন/ব্যবহারজনিত পাশর্^প্রতিক্রিয়া ও জটিলতার সেবা, পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান, কাউন্সেলিং ব্যবস্থাপনা, কেএমসি, রিসাসিটেশন এবং ইমপ্লান্ট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষণের সমাপনি দিনে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা রংপুর ডাঃ এসএম সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, জুনিয়র কনসালটেন্ট গাইনী এন্ড অবস্ ডাঃ সিনথিয়া সিদ্দিকা, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সাহেদ সাব্বির, মেডিক্যাল অফিসার ডাঃ সাব্বির আহমেদ, আরডিআরএস বাংলাদেশ এর অফিসার-ক্যাপাসিটি বিল্ডিং মোঃ নাজমুল হুদা ডাকুয়া, অফিসার-গভঃ রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশন মোঃ গোলাম কিবরিয়া প্রমূখ। প্রশিক্ষণে মেডিক্যাল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইভস, সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ পঃ পরিদর্শক সহ ২৪ জন অংশগ্রহন করেন। প্রশিক্ষণ প্রাপ্ত জ্ঞান ও দক্ষতার সাথে সেবা প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু হার কমানো, প্রাতিষ্ঠানিক ডেলিভারী বাড়ানো এবং এসডিজির লক্ষ্য অর্জনে অগ্রণী ভুমিকা রাখবে বলে সকল প্রশিক্ষনার্থী প্রতিশ্রæতিবদ্ধ। বক্তাগণটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মানসম্পন্ন মাতৃ এবং নবজাতক স্বাস্থ্য পরিষেবার গুরুত্বের প্রতি আলোকপাত করেন। প্রস‚তি ও নবজাতক মৃত্যুহার হ্রাসের জন্য তিনি সরকারি প্রতিষ্ঠানসম‚হ এবং এনজিওর মধ্যে সমন্বয় ও সহযোগিতার উপর আরও জোর দেন। তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দ্বারা মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রমগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা এবং যৌথ কর্ম পরিকল্পনা এবং কর্মস‚চি বাস্তবায়ন এর মাধ্যমে স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকারকে যুক্ত করার প্রয়োজনীয়তাও ব্যক্ত করেন।