তারাগঞ্জে "বঙ্গবন্ধু ধান ১০০" রোপনের মধ্য দিয়ে রাইচ প্লান্টারের উদ্বোধন
10, February, 2022, 4:52:27:PM
মাহেআলম সরকার,তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে রাইস প্লান্টার যন্ত্রের সাহায্যে বোরো ধানের চারা "বঙ্গবন্ধু ধান ১০০" রোপন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর গ্রামে রোপনের মাধ্যমে এ উপজেলায় আনুষ্ঠানিকভাবে রাইচ প্লান্টার দিয়ে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ইকরচালী ইউনিয়নের জগদীশপুর গ্রামের ৭ জন কৃষকের ব্যক্তিগত উদ্যোগে ৫ একর জমিতে সমলয় বোরো ধান চাষের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ঐ ৭ কৃষকের মাঝে “বঙ্গবন্ধু ধান-১০০” জাতের বোরো ধানের বীজ ও সার বোরো চাষের প্রদর্শনীর জন্য বিতরণ করেন। কৃষকরা সেই বীজ আধুনিক পদ্ধতিতে ট্রে’র মাধ্যমে বীজতলা তৈরী করেন।
এ বিষয়ে উপসহকারী কৃষিকর্মকর্তা জনাব ওয়াজেদ আলী জানান, কৃষকদের এই পদ্ধতিতে চাষাবাদের বিষয়ে ধারনা দিলে, তারা স্বতঃস্ফুর্তভাবে আগ্রহ প্রকাশ করে ।এরপর কৃষকরা উর্ধতন কর্মকর্তার কাছে এ পদ্ধতিতে চাষাবাদ করার আগ্রহ প্রকাশ করলে স্যার আন্তরিকতার সাথে তাদের প্রস্তাব গ্রহণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আশা রাখি এভাবেই আমাদের কৃষকরা যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে উঠবে।
উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম বলেন, এই মৌসুমে শ্রমিকরা বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দেয় ফলে শ্রমিকের মজুরি বৃদ্ধি পায়। শ্রমিক দিয়ে ১ একর জমিতে বোরো ধানের চারা লাগাতে কৃষকদের মজুরি খরচ হয় প্রায় ২ হাজার ৫০০ টাকা। কিন্তু যান্ত্রিক পদ্ধতিতে বোরো ধানের চারা রোপনে একই সমপরিমাণ জমিতে ব্যয় হয় মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা।এতে একদিকে যেমন শ্রমিক সংকট নিরসন করা সম্ভব অপরদিকে উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছে ।তাই আমরা আশাকরি আগামী দিনে আমাদের কৃষকরা যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ করে শ্রমিক সংকটের সমস্যা থেকে বের হয়ে আসবে এবং বোরো ধান উৎপাদনে খরচ কমিয়ে এনে নিজেরা অধিক হারে লাভবান হবে, সামগ্রিক ভাবে কৃষকরা দেশকে সমৃদ্ধ করবে।