বীরগঞ্জ ৫২ কোটি টাকা ব্যয় ২৭ কিলোমিটার নদী খনন কাজের উদ্বোধন
11, February, 2022, 11:11:32:PM
দিনাজপুর প্রতিনিধি - মুজিব শতবর্ষের উপহার হিসেবে ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫২ কোটি টাকা ব্যয় ২৭ কিলোমিটার বীরগঞ্জ উপজেলাধীন ঢেপা ও ছোট ঢেপা নদীর খনন ও সিস্টেম ড্রেজিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মরে যাওয়া নদী খননের ফলে পূর্ন স্রোতধারায় রূপ নিলেও, রাজনীতির ক্ষেত্রে বিএনপি নামক মরা নদী আর কখনও ¯্রােতধারায় ফিরে আসবে না। তিনি বলেন, নদীর প্রবাহের সৃষ্টি হতে যা কখনো হয়নি শেখ হাসিনা সরকার তাই করলেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, যারা স্বাধীনতার বিরোধী, তারাই শান্তির ধর্মকে নষ্ট করছে।