নড়াইলে গাঁজাসহ দুই মাদক কারবারী আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে ওই দুই মাদক ব্যাবসায়ী কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। আটককৃতরা হলেন সদর উপজেলার মধুরগাতী গ্রামের ইদ্রিস আকুন্জির ছেলে ফিরোজ আকুন্জি (২৯) ও মৃত গোলাম মোস্তফার ছেলে আঃ কাদের (২৮)। সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর থানার সহকারী উপ-পরির্দশক (এ এস আই) আনিসের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের আঁকবপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী ফিরোজ আকুন্জি ও আঃ কাদেরকে ২০০ (গ্রাম) গাঁজাসহ হাতেনাতে আটক করেন।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।