স্বাস্থ্য সুরক্ষায় সমম্বিত উদ্যেগ সময়ের দাবী এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ডঃ কামরুল’স পোর ফান্ড দরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবা তহবিলের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতীর মতিন সাহেবের ঘাটে অবস্থিত বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতালে কেক কর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কর্তন করে শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.কে.এম মোফাখখারুল ইসলাম। তিনি বলেন ডাঃএ,বি,এম, কামরুল হাসান একজন ভালমনের উদ্যোক্তা, সে আজকে যে উদ্যোগটা নিয়েছেন সেটা খুবই ভালো একটা উদ্যোগ। যা জরুরি অসহায় রোগীদের জন্য অনেক উপকার হবে।সে সব সময় ভালো উদ্যোগ নিয়ে থাকেন। অনেকদিন থেকে তার নিজ গ্রামে তার মা-বাবার নামে নাছরিন আমির সেবাকেন্দ্র নামে একটি দাতব্য প্রতিষ্ঠান চালিয়ে আসছেন।
ডাঃ কামরুল হাসানের বাবা মো: আমির হোসেন বলেন এই পোর ফান্ডটা করার জন্য আমি অত্যন্ত আনন্দিত। কারণ প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে অনেক দরিদ্র অসহায় রোগীই আশে তাদের পর্যাপ্ত টাকা থাকে না। এই দরিদ্র স্বাস্থ্য সেবা তহবিল থেকে কিছুটা হলেও তাদের জন্য উপকারে আসবে।
উদ্যোক্তা ডায়াবেটোলজিষ্ট এন্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ.বি.এম কামরুল হাসান বলেন আমি চেম্বারে প্রায় রোগী দেখার সময় লক্ষ্য করেছি যে, অনেক গরীব রোগী আসে যাদের ডাক্তার দেখানো, প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা ও ওষুধ কিনতে সমস্যা হয়। এ থেকেই আমি উদ্যোগ নেই আমার নামে পোর ফান্ড, দরিদ্র স্বাস্থ্য সেবা তহবিল করা। আমার মত যদি সকল ডাক্তারগন নিজ নিজ ব্যাক্তিগত চেম্বারে গরীব রোগীদের সাহায্যার্থে এগিয়ে আসেন তাহলে গরীর অসহায় রোগীদের অনেক উপকার হবে।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ নাসিং কলেজের সিনিয়র লেকচারাল মোছাঃ লাভলী ইয়াসমিন,বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন, ডাঃ তৌফিক আহমেদ, নাসিং ইনচার্জ মোছাঃ লিপিকা খাতুন ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগন প্রমূখ।