ভালুকার উথুরা ইউনিয়ন পরিষদের বিনামূল্যে জন্মনিবন্ধন সনদ বিতরণ।
7, March, 2022, 11:35:4:PM
ভালুকা উপজেলা প্রতিনিধি
ভালুকা উপজেলার ১ নং উথুরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১ দিন থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নেওয়া শিশুদের বিনামূল্যে জন্ম নিবন্ধনের পর আনুষ্ঠানিকভাবে ১ জন শিশুর জন্ম নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে। এসময় নিবন্ধিত শিশুর জন্য মিষ্টি ও ফলের গাছ প্রদান করা হয়।
সোমবার সন্ধ্যায় ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন উথুরা ইউনিয়ন পরিষদ।
চামিয়াদী গ্ৰামের রাশিদুল ইসলাম ও স্বর্ণা আক্তার দম্পতির কন্যা সন্তান উম্মে শাফিয়া কে জন্ম নিবন্ধন উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নূরুল ইসলাম, ইউপি সচিব মুজিবুর রহমান,৬নং চামিয়াদী ওয়ার্ডের মেম্বার আঃ বাছেদ পিন্টু, উদ্যোগক্তা মোঃ রাকিবুল ইসলাম, উদ্যোগক্তা শারমিন আক্তার,গ্ৰাম পুলিশ মফিজ উদ্দিন প্রমুখ।
এসময় উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নূরুল ইসলাম বলেন, ১ দিন থেকে ৪৫ দিনের মধ্যে কেউ জন্ম নিবন্ধন করলে সেই শিশুর জন্য কোন প্রকার টাকা লাগবে না।