ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য পদে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত-নব নির্বাচিতদের উল্লাস
18, October, 2022, 3:07:42:AM
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।গতকাল সোমবার ১৭ই অক্টোবর ২০২২ ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যুন্ত শান্তিপুর্নভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। জানা যায়,ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদে সদর উপজেলার ভোট এবং অন্যান্য উপজেলার ভোট সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সমূহে অনুষ্ঠিত হয়। নির্বাচন সূত্রে জানা যায়,ঠাকুরগাঁও সদর উপজেলায় সদস্য পদে ১৭৪ ভোট পেয়ে দেবাশীষ দত্ত সমীর অটো রিক্সা নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দি মোশারুল ইসলাম সরকার টিউবওয়েল ১২৭ ভোট পান বালিয়াডাঙ্গী উপজেলায় সদস্য পদে মো: সফিকুল ইসলাম তালা ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিল মো: হাবিবুর রহমান টিউবওয়েল ১৯ ভোট পান। পীরগঞ্জ উপজেলায় সদস্য পদে মো: মোস্তাফিজুর রহমান হাতী ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: গিয়াস উদ্দীন বৈদ্যুতিক পাখা পেয়েছেন ৬০ ভোট।রানীশংকৈল উপজেলায় আব্দুল বাতিন স্বপন তালা ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারুল ইসলাম টিউবওয়েল পেয়েছেন ১৯ ভোট। হরিপুর উপজেলায় আনিসুজ্জামান শান্ত টিউবওয়েল ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দি মো:হবিবর রহমান তালা পেয়েছেন ১৮ ভোট। সংরক্ষিত—১ বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁও সদর) আসনে সদস্য পদে আফসানা আখতার ফুটবল ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দি দ্রৌপদী দেবী আগারওয়ালা টেবিল ঘড়ি ১৫৪ ভোট পেয়েছেন। সংরক্ষিত—২ পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর আসনে মোছাঃ সাবিনা ইয়াসমীন রিপা ফুটবল ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি সেতারা হক টেবিলঘড়ি পেয়েছেন ১৩৮ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে কোন প্রতিদ্বন্দি না থাকায় ইতিপূর্বে জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী বিন ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।