ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে সদস্য পদে সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বিজয়
18, October, 2022, 3:10:52:AM
গীতি গমন চন্দ্র রায় গীতি।।ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।আসন্ন ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে ১৭ই অক্টোবর ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত ইভিএম পদ্ধতিতে ভোটের ফলাফলে পীরগঞ্জে সদস্য পদে ৯নং সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজ রহমান হাতি প্রতীকে ৭৮ ভোট পেয়ে ১৮ ভোট বেশিতে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াসউদ্দিন ফ্যান মার্কায় ৬০ ভোট পেয়ে ১৮ ভোটে পরাজিত হয়েছেন। নির্বাচনী ফলাফল শেষে নব নির্বাচিত ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমানের সাথে সাংবাদিক গীতি গমন চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি জানান,আমি সত্য ও ন্যায়ের মাঝে পথ চলি,সব সময় জনগণের পাশে ঘুরে বেড়াই তাই ভোটার গন আমাকে ভালবাসে ভোট দিয়ে বিজয়ের মালা পড়িয়েছেন।