চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত
15, May, 2023, 6:51:42:PM
মোঃ আফজাল হোসেন,
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হয়। গত শনিবার সকাল ১০.০০ হতে বেলা ৪.০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৩টি প্যানেল মোতাহের হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ্ সরকার এবং হেলাল হোসেন। ৪জন অভিভাবক সদস্য (পুরুষ) ৩ =১২জন। মহিলা ১জন করে ৩= ৩ মোট ভোটার ৩৪৭জন। ভোট সংগ্রহ হয় ৩০৮টি, বাতিল ১০ (পুরুষ) ও ৩ (মহিলা)। বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ্ সরকারের প্যানেল বিজয়ী হন। সুষ্ঠ নির্বাচন হওয়ায় নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামী সহ ৪জন এবং চিরিরবন্দর থানার এস আই শাহা আলম এর একটি ৪ সদস্যের টিম নির্বাচন পরিচালনা করেন। অভিভাবকের দাবি নতুন কমিটি নতুন কিছুর উপহার দিবে।