দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জে প্রার্থীদের প্রচার প্রচারণা
20, December, 2023, 5:25:16:PM
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের-১(রূপগঞ্জ) আসন জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রতিক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন আওয়ামীলীগী, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রম। আওয়ামীলীগর মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বর্তমান সরকারের নানা উন্নয়ন ভোটারদের কাছে তুলে ধরছেন। উন্নয়ন বুঝে নিন, নৌকা মার্কায় ভোট দিন এই ¯েøাগানে ভোটারদের কাছে ধারে ধারে ঘুরছেন তিনি। গতকাল ২০ ডিসেম্বর বুধবার সকাল থেকে দক্ষিণ নবগ্রাম, মুশরী, জাঙ্গীর, হারিন্দা, ব্রাক্ষণখালী, পিতলগঞ্জ, শিমুলিয়া, গুতিয়াব, বাঘবের, আলমপুর, ইছাপুরা সহ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন। এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ইমন হাসান খোকন, আওয়ামীলীগ নেতা আরাফত আলী, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, মহিলালীগ নেত্রী রাবেয়া আক্তার, লাকী আক্তার, আন্নি আক্তার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।