রাজু আহম্মেদ,গজারিয়া সংবাদদাতাঃমুন্সিগঞ্জের গজারিয়ায় আসন্ন ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মনিরুল হক মিঠুর নির্বাচনী জনসভা বলাকী বাজার মাঠে জনসমুদ্রের পরিনত হয়েছে। হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন আহমেদর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সোহানা তাহমিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহসিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোজাম্মেল হক, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেনসহ হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী জনসভা শুরু হওয়ার আগে বিভিন্ন ওর্য়াড থেকে মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে থাকে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ন হয়ে জনস্রোতে রুপ নেয়।