শেষ মূহুর্তে জমে উঠেছে উল্লাপাড়া–সলঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী লড়াই
19, May, 2024, 8:53:18:AM
মিজানুর রহমানঃ
স্টাফ রিপোর্টার
আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া–সলঙ্গা উপজেলার চেয়ারম্যান হেভিওয়েট প্রার্থী নিজেদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের বাকি আর মাত্র ২ দিন। দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী মাঠে চলছে গরম হাওয়া। চূড়ান্ত লড়াইয়ে নিজেদের স্থান দখলে সরব প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নির্চনকে সামনে রেখে এলাকার প্রধান সড়ক ও মেঠোপথ প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। মাইকিং ও গণসংযোগে মুখরিত পুরো উপজেলা। চায়ের আড্ডায় ভোটারদের মাঝে আলোচনা হচ্ছে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কে হবে উল্লাপাড়া–সলঙ্গা উপজেলা পরিষদের পরবর্তী পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি।
চেয়ারম্যান পদে লরছে প্রয়াত সংসদ সদস্য পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতি মির্জার কন্যা বর্তমান উল্লাপাড়া আওয়ামী লীগের সহ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি মোটর সাইকেল প্রতীক নিয়ে,কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় গ্রন্থ–প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন দোয়াত কলম প্রতীক নিয়ে,বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারি নায়েব আমির রফিকুল ইসলাম খাঁনের ভাতিজা, সহ-সভাপতি, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটি, নবী নেওয়াজ খান বিনু হেলিকপ্টার প্রতীক নিয়ে এবং সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমান উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহাম্মেদ এলান ঘোড়া প্রতীক নিয়ে,আকমল হোসেন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
সাধারণ ভোটারদের মাঝে খোঁজ নিয়ে জানা গেছে মূল প্রতিদ্বন্দ্বী মির্জা কন্যা সঙ্গে জামাত নেতা রফিকুল ইসলাম খাঁনের ভাতিজা বিনুর সাথে হাডা হাড্ডি লড়াই হবে।কেন্দ্রীয় যুবলীগ নেতা জহুরুল ইসলাম মিল্টন কেও ফেলে দিচ্ছেন না অনেকে।
আর ভাই চেয়ারম্যান পদে উপজেলা ভাইস চেয়ারম্যান পান্না সাথে লড়াই হবে আবু সাঈদ স্বপনের।