রূপগঞ্জে ওয়ার্ড উপ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
28, May, 2023, 6:54:48:PM
মো:রাসেল মোল্লা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আসন্ন উপ-নির্বাচনে ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে । গতকাল ২৮ মে রবিবার উপজেলা নির্বাচন কর্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন। প্রার্থীদের মাঝে সমসের আলী খান পেয়েছেন হাতি, জয়নাল আবেদীন পেয়েছে লাটিম, মোঃ শাহাবুদ্দিন ভ্যান গাড়ী, মোঃ রবিন মিয়া হাঁস মার্কা, ইব্রাহিম মোল্লা ঘুড়ি, মোঃ আনোয়ার হোসেন ক্রিকেট বেট, মোঃ খলিলুর রহমান পানির পাম্প, মোঃ নূর আলম টিউবয়েল, জহিরুল ইসলাম আপেল, আবিদ হাসান চাঁন মিয়া ফুটবল, মোঃ ইব্রাহিম মোরগ, শেখ মোঃ জাহাঙ্গীর আলম কুমির, মোঃ নুরুল ইসলাম বাস, শফিকুল ইসলাম তালা, মোঃ আল আমিন টর্চ লাইট ও মোঃ বাবুল মিয়া বৈদুতিক পাখা মার্কা প্রতীক পেয়েছেন। এসময় রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, রূপগঞ্জ থানা পুলিশ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হবে।
উল্লেখ্য, কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বজলুর রহমান মৃত্যু বরণ করার কারনে এ ওয়ার্ডটির সদস্য পদ শূন্য হয়।