নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন নাইন্টি
7, June, 2024, 6:29:4:AM
মোঃ জুলহাজুল কবীর
নবাবগঞ্জ, দিনাজপুর।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নাইন্টি সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু`র ছোট ছেলে, বর্তমান সাংসদ মোঃ শিবলী সাদিক এর আপন ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বুধবার (৫ জুন) সর্বশেষ প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৭৫ জনের মধ্যে শতকরা ৩৪.৫৮ ভাগ ভোট পড়ে। এর মধ্যে তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) ৪৯ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মোঃ নিজামুল হাসান শিশির পেয়েছেন ১৫ হাজার ১শ ৫৫ ভোট । দুজনের ভোটের ব্যবধান ৩৪ হাজার ৭শ ৭৬ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার নির্বাচনে উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৭৫জন । এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৮শত ৩৩ জন ও মহিলা ভোটার ৯৬ হাজার ২শ ৩৮ জন । এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছে ৪ জন ।
উপজেলায় মোট ৭৩ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয় । এছাড়াও নির্বাচনে ২৬ হাজার ৫শ ৪৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে মোঃ আইনুল হক চৌধুরী (চশমা ) ও ২৩ হাজার ৪শ ৫১ ভোট পেয়ে মোছাঃ শাবানা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকল কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ।