ভালুকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ -
5, March, 2023, 5:10:18:PM
মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ৫ মার্চ রবিবার সকাল ১১ ঘটিকায় রফিকরাজু ক্যাডেট স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলতাফ উদ্দিন আকন্দ। প্রধান অতিথি রফিকুল ইসলাম রফিক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকরাজু শিক্ষা পরিবার টাঙ্গাইল, উদ্বোধক ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, মেয়র ভালুকা পৌরসভা, বিশেষ অতিথি, আনছারুল ইসলাম সবুজ, কাউন্সিল,৪ নং ওয়ার্ড ভালুকা পৌরসভা, শফিকুল ইসলাম শফিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী,মুক্তিযুদ্ধাবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক গন উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ও সঞ্চলনায়ঃ মোঃ আজিম উদ্দিন সুমন, পরিচালক রফিকরাজু ক্যাডেট স্কুল,ভালুকা শাখা। এসময় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সার্টিফিকেট ও ক্রেশ প্রধান করা হয়।