ময়মনসিংহের ভালুকায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এমদাদুল হক বাদী হয়ে ১৬ জনকে বিবাদী করে ভালুকা মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ৪(জুলাই ) মঙ্গলবার সকালে উপজেলার ধলিকুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ধলিকুড়ী গ্রামের এমদাদুল হকদের সঙ্গে তাদের প্রতিবেশী ফারুক খান গং দের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে এমদাদুল তার বসত বাড়ীর পূর্ব পাশে নিজ মুরগীর পোল্ট্রি ফার্মে কাজ করছিলেন। হঠাৎ করে ফারুকের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে দা, লাঠি, রড়, বাঁশের লাঠি, সাবল, ডেগার, ও দেশী অস্ত্রশস্ত্রসহ এমদাদুল এর উপর হামলা করে এমদাদুলের ডাকচিৎকার শুনে ছেলে, ভাতিজা ও ছোট ভাইসহ বাড়ীর লোক জন আগাইয়া আসিলে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে এমদাদুলসহ ৮/১০ আহত হয়।
আহতদের মধ্যে ৩ জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায়, সোহেল ও জুয়েল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। বাকি ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে বাড়ীতে কাওকে পাওয়া যায়নি, মোবাইল ফোন বন্ধ দেখায়।
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উক্ত ঘটনায় আমার কাছে আশরাফুল আলম বাদী হয়ে একটি লেখিত দিয়েছিল অভিযোগের ভিত্তিতে সালিশি বৈঠকে ফারুক গংদের ডাকলে তা শালিশে উপস্থিত হয়নি।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, `খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দু পক্ষেই অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।