ময়মনসিংহে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সার্কিট হাউস সংলগ্ন”ময়মনসিংহে বঙ্গবন্ধু-ম্যুরালে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান,ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু,রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য,জেলা পুলিশ সুপার মাছুম আহামেদ ভূইয়া পিপিএম,জেলা মুক্তিযোদ্ধা সংসদ,জেলা পরিষদ,জেলা আওয়ামী লীগ,মহানগর আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।এছাড়াও জেলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা,মিলাদ মাহফিল,কবিতা পাঠ,রচনা প্রতিযোগিতা,চিত্রাঙ্কনসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।