ফুলবাড়ীর পল্লীতে স্বামী কর্তৃক স্ত্রীকে দেওয়া জমি জোর পূর্বক বিক্রি।
19, August, 2023, 3:43:35:PM
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউপির চৌরাইট গ্রামে মোঃ আফজাল হোসেন স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগম কে দেওয়া জমি জোর করে অন্য ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ। ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউপির চৌরাইট গ্রমের মোঃ আব্দুল লতিফ এর কন্যা মোছাঃ মোর্শেদা বেগম এর লিখিত অভিযোগে আলহাজ্ব মোঃ আব্দুল সাত্তার শাহ এর পুত্র মোঃ আফজাল হোসেন এর সাথে বিবাহ হওয়ার পর তার সংসারে দুটি সন্তান জন্ম গ্রহণ করেন। তার পর মোঃ আফজাল হোসেন মোছাঃ মোর্শেদা বেগম কে তালাক দেন। মোর্শেদা বেগম ফুলবাড়ী উপজেলা পৌরসভা এলাকার তেতুলিয়া গ্রামে পিতার বাড়ীতে থাকেন। উল্লেখ্য যে, বিবাহের পর চৌরাইট এলাকার দাগ নং-১০৭৫ ও ১০৭৬ দাগে ৩১/১২/১৯৮৯ইং তারিখে ৪.১৭ একর জমি দানপত্র দলিল করে দেন। যহার দলিল নং-৬০১৭। স্বামীর সাথে তার সম্পর্কের অবনতি ঘটলে মোছাঃ মোর্শেদা বেগম পিত্রালয়ে চলে যায়। মোছাঃ মোর্শেদা বেগম পিত্রালয়ে যাওয়ার পর সুযোগ বুঝে মোঃ আফজাল হোসেন উক্ত সম্পত্তি নিজ বলে দাবী করে গত ১৫-২০ দিন আগে ১.৩২ একর জমি বিক্রিয় করেন। মোছাঃ মোর্শেদা বেগম মোঃ আফজাল হোসেনকে জমি বিক্রি করতে বাধা দিয়ে তিনি তার কথার কোন কর্ণপাত করেন নি। মোর্শেদা বেগম ১৯৯৫ ইং সালে দিনাজপুর সহকারী সাব জজ কোর্টে আব্দুস সাত্তার শাহ, পিতা মৃত আলম শাহ কে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৬০৯৫। আদালত কর্তৃক মোর্শেদা বেগম এর পক্ষে উক্ত মামলার রায় প্রদনায় করেন। কিন্তু রায় পাওয়ার পরেও মোর্শেদা বেগম এর নামে দেওয়া জমি জোর করে বিক্রি করছেন মোঃ আফজাল হোসেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান এর নিকট ও থানায় উভয়ের মধ্যে মিমাংসার জন্য ডাকা হলেও মোঃ আফজাল হোসেন সেখানে উপস্থিত হয় নি। মোর্শেদা বেগম ন্যায় বিচারের আশায় তার দুই সন্তান নিয়ে প্রশাসনের দারে দারে ঘুরছেন।