(মোঃ মশিউর রহমান )দুমকী প্রতিনিধি: পটুয়াখালী জেলার প্রান কেন্দ্রই যেনো দুমকী উপজেলা, এ উপজেলায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রয়েছে শেখ হাসিনা ক্যানটনমেনট, রয়েছে পায়রা সেতু আরও রয়েছে একটি মডেল উপজেলা পরিষদ, রয়েছে শ্রীরামপুর জমিদারবাড়ি,রয়েছে সরকারি জনতা কলেজ। শিক্ষা বান্ধব দুমকীতে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান । এ শিক্ষার মূল উপাদানই হচ্ছে ছাত্র । আর এ ছাত্রকে একটি আদর্শ ছাত্র প্রতিষ্ঠায় একটি সহায়ক ভূমিকা পালন করছে দুমকী উপজেলা ছাত্রলীগ । পূর্বের ন্যায় বর্তমান কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও যেনো শিক্ষার শিকরের অন্যান্য চালিকাশক্তি । এ ব্যাপারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষেরা বলেন, দুমকী উপজেলা ছাত্রলীগ একটি সচ্ছ ও পরিক্ষিত কমিটি যার দ্বারা আমরা সবাই বিভিন্নভাবে উপকৃত হয়েছি।
এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, আমার লক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়, আমার লক্ষ বঙ্গবন্ধু কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার সপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ।