রূপগঞ্জে স্কুলের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
4, January, 2025, 8:47:54:PM
সোহেল কবির,
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদর্শলিপি নিউ মডেল স্কুলের নতুন ভবন স্থানান্তর ও শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দলিল লেখক হাবিবুর রহমান বাবুল ভেন্ডারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যুগান্তর ও আনন্দ টিভির স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা,মহম্মদ ওসি উদ্দিন মোল্লা,মিজানুর রহমান মোল্লা, মশিউর রহমান টিপু, সোনা মিয়া, আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল আলী, মানিক মিয়া,জয়নাল আবেদীনসহ আরো উপস্থিত ছিলেন,স্কুল কমিটির সভাপতি মোর্শেদ মেম্বার,সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ,পরিচালনা কমিটির সদস্য মো, জাকির হোসেন, শাহীন মিয়া, জিতু মিয়া,রফিকুল ইসলাম,দিলরুবা,পারভেজ,রাশিদুল ইসলাম,আরিফ,আলমগীর,সেলিম রেজা,প্রধান শিক্ষক সাগর আহমেদ মানিক সহ স্কুলের সকল শিক্ষক বৃন্ধ।
পরে ফিতা কেটে স্কুলের নতুন ভবনের উদ্বোধন করা হয়।
এ সময় বক্তারা বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
ছাত্র-জনতার আন্দোলনে দেশ নতুন ভাবে স্বাধীনতা পেয়েছে দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখা পড়া করতে হবে ।
সমাজকে নতুন ভাবে গড়তে হলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের খেয়াল রাখতে হবে।