দক্ষিণ আফ্রিকায় খায়রুল আলম (৩৮) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাংলাদেশ সময় রবিবার রাতে দেশটির উত্তর কেপ প্রদেশের রাজধানীর কিমবার্লির ডেলপট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খায়রুল সিলেটের গোপালগঞ্জ উপজেলার ধামপাল গ্রামের আবদুল লতিফের ছেলে। গত ৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন তিনি।
জানা যায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে খায়রুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে একদল দুর্বৃত্ত। তারা খায়রুলকে বুকে ও মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান সোহেল।