স্পেনের রাজধানী মাদ্রিদে আট বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার দুই জন (দম্পতি), যশোরের এক জন। অপরজনের বাড়ি জানা যায়নি। তবে ঢাকার দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এই প্রথম একসঙ্গে দেশটিতে মোট আট বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যে তিন জনের বাড়ি সিলেটে তাদের মধ্যে দুই জন পুরুষ ও এক জন মহিলা। পুরুষদের বয়স ৪৩ ও ৪৫ বছর। আক্রান্ত অপর নারীর বয়স ৩৫ বছর। তারা মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে থাকেন। তবে ঢাকার ওই দম্পতির অবস্থা আশঙ্কাজনক। স্বামীর বয়স ৩৭ ও স্ত্রীর বয়স ২৬ বছর। তাদের আইসিইউতে রাখা হয়েছে। তাদের দুই মাসের একটি বাচ্চাকে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। তারা মাদ্রিদের কারাবানচলে থাকেন।