নির্বাচনের নামে প্রহসন ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে আগামী মার্চ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা বিএনপির সভায় তিনি বলেন, মার্চ থেকে দেশব্যাপী শুরু হবে সরকার পতনের আন্দোলন।নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশীদ এবং নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক সাংসদ শামসুল হক প্রামাণিক, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক সাংসদ রায়হান আখতার রনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘ধীরে ধীরে বাংলাদেশের মানুষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে। একটি বিষাক্ত বাজপাখি বাংলাদেশের আকাশে উড়ছে। সেই বাজপাখি পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের ম্যাপকে ছোঁ মেরে তুলে নিতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো দিন মাথানত করেনি, কোনোদিন করবেও না। এই ষড়যন্ত্রকে কোনো দিন বাস্তবায়ন করতে দেবে না।’
সাংসদ হারুন-অর-রশীদ বলেন, ‘আজকে বলা হচ্ছে, সারা দেশে উন্নয়নের রোল মডেল চলছে। আসলে প্রকৃতপক্ষে উন্নয়নের নামে চলছে লুটপাট। পদ্মা সেতু আট হাজার কোটি টাকার প্রকল্প। সেই সেতু প্রথমে বলা হলো ১৮ সালে শেষ হবে। ২০১৯ ও ২০০০ সাল গেল। এখন ২০২১ সালে বলা হচ্ছে ২০২২ সালে সেতুর কাজ শেষ হবে। আট হাজার কোটি টাকার সেতুর বাজেট এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৩০ হাজার কোটি টাকার ওপরে। আজকে বলা হচ্ছে, পদ্মা সেতু নিজস্ব টাকায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রকৃত সত্য হচ্ছে, পদ্মা সেতু বাস্তবায়নের জন্য চীন ও ভারত থেকে ঋণ নেওয়া হচ্ছে। সরকার এসব তথ্য গোপন রাখছে।’
সাংসদ হারুন-অর-রশীদ আরো বলেন, ‘সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা যে তথ্য প্রকাশ করেছে, সেই দিক থেকে জনগণের দৃষ্টি ফিরিয়ে নিতে শহীদ জিয়াকে বিতর্কিত করার চেষ্টা করছে। শহীদ জিয়ার খেতাব কেড়ে নেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও খেতাব দিয়ে গেছেন। আজকে তাঁর কন্যা শেখ হাসিনা তাঁর মাফিয়া চক্রের পরামর্শে শহীদ জিয়ার খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষের মন থেকে কোনো দিন শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবে না।’
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১ মার্চ থেকে বিএনপি বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সভায় কেন্দ্রীয় নেতারা সেসব কর্মসূচি সফল করার জন্য বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।