যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক-লেখক শিতাংশু গুহের লেখা ‘করোনার কথা’ ও ‘জন্ম থেকে জ্বলছি’ নামে দুটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে এ উৎসবে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা নুরুন নবী।
সভাপতিত্ব করেন বেলাল বেগ, উপস্থাপনায় ছিলেন ফকির ইলিয়াস। ‘আগামী প্রকাশনী’ থেকে প্রকাশিত বই দুইটির পটভূমি ব্যাখ্যা করেন লেখক শিতাংশু গুহ। জন্ম থেকে জ্বলছি’ বইটি’র ওপর মূল আলোচনা করেন স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অধ্যাপক সব্যসাচী ঘোষ দস্তিদার।
তিনি বলেন, “আমি নিজেই একজন উদ্বাস্তু। তাই আমি দেশহীন মানুষের বেদনা বুঝি। বাংলাদেশের মিডিয়াগুলো নির্যাতিতদের কথা যতটা লিখতে পারে কলকাতার মিডিয়াগুলো ততটা পারে না, পারছে না। বরং তারা অনেক কিছুই চেপে যায়। শিতাংশু গুহ যেন আমার কথাগুলোই বলেছেন।”
‘করোনার কথা’ বইয়ের মূল আলোচক ছিলেন লেখক ও চিকিৎসক সুভাষ শিকদার। এছাড়া দুর্গাদাস ভট্টাচার্য্যের লিখিত বক্তব্য পড়ে শোনান ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।