দেশটিতে করোনা ভাইরাসের মৃত্যুর মিছিলে যোগ হয়েছে এ পর্যন্ত ৬৮ বাংলাদেশি। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজারের বেশি বাংলাদেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা বিষয়ক সেল রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের দেয়া রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে।
এতে উল্লেখ রয়েছে, মদিনায় মারা গেছেন ৩৪ জন বাংলাদেশি। যা সবচেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে মক্কায়। সেখানে ২৪ জনের মৃত্যু হয়েছে। জেদ্দায় মারা গেছে ১০ জন।
হিসাব বলছে, সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৪ জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা। এক জেলার এত প্রবাসী মারা যাওয়ার ঘটনায় হতভম্ব সৌদিস্থ চট্টলা কমিউনিটি। শোকের ছায়া নেমে এসেছে তাদের মধ্যে। এরপরেই কক্সবাজারের অবস্থান। চট্টগ্রাম বিভাগের ওই জেলার আট জন বাসিন্দা মক্কা ও মদিনায় করোনায় প্রাণ হারিয়েছেন।
তাছাড়া কুমিল্লার পাঁচ জন, ব্রাহ্মণবাড়িয়ার চার জন, নোয়াখালীর তিন জন, চাঁদপুরের তিন জন, ঢাকার দুই জন, মানিকগঞ্জের দুই জন, টাঙ্গাইলের দুই জন, লক্ষ্মীপুরের দুই জন, রবিশালের দুই জন, ভোলার দুই জন এবং নড়াইলের এক জন, নরসিংদীর এক জন, বগুড়ার এক জন, খুলনার এক জন, বরগুনার এক জন, পাবনার এক জন, ফেনীর এক জন, পটুয়াখালির এক জন এবং সিলেটের এক জন বাসিন্দা মারা যাওয়ার তথ্য রয়েছে।
তবে আক্রান্তের সংখ্যাটি কয়েকটি দিন আগে জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি জানান, সৌদি সরকারের হিসাবে ২৬০০ বাংলাদেশির করোনা শনাক্ত হওয়ার কথা বলা হয়েছে। কিন্ত অনানুষ্ঠানিক সূত্রে এ সংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি হবে বলে ধারণা বাংলাদেশ মিশনের।