নতুনবাজার৭১ডটকম ডেস্কঃ
দুই সপ্তাহ আগে আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তাকেই ফেরত পাওয়া গেছে।বেসরকারি এই প্রতিষ্ঠানটির পরিচালক আসিফ সালেহ সোমবার এই তথ্য জানিয়েছেন।এই কর্মকর্তারা হলেন- ব্র্যাকের প্রধান প্রকৌশলী হাজি শওকত (৫০) এবং প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম খান সুমন (৩৭)। বিশ্বের সর্ববৃহৎ এনজিওটির এই দুই কর্মকর্তা গত ১৮ মার্চ কুন্দুজ থেকে বাগলান যাওয়ার পথে অপহৃত হন। অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা তাদের তুলে নিয়েছিল।আসিফ সালেহ সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, তারা কিছুক্ষণ আগেই ছাড়া পেয়েছেন। তারা সুস্থ আছেন, তবে শারীরিকভাবে কিছুটা দুর্বল।সুমন পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামের বাসিন্দা, শওকতের বাড়ি একই জেলার ফরিদপুর উপজেলার হাংরাগাড়ি গ্রামে।শওকত ১০ বছর ধরে এবং সুমন চার বছর ধরে সিরাজুল আফগানিস্তানে রয়েছেন।
সুত্রঃ জাস্ট নিউজ