সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুইজন হলেন- জাকের আলী এবং আব্দুল হান্নান। আর দুর্ঘটনায় আহত হয়েছেন শাওন। তারা তিনজনই মৌলভীবাজারের বাসিন্দা।
সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জানা গেছে, নিহত জাকের আলী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউপির আমুলি গ্রামের নছিম আলীর ছেলে। আব্দুল হান্নান এর বাড়ি জুড়ি উপজেলায়।