করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮ চিকিৎসাধীন অবস্থায় মিলানের নিউগোয়ারদা হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জানা গেছে, নোয়াখালী জেলার কোম্পানীগজ্ঞের গোলাম মাওলা (৫৫) নামের ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত সর্দিকাশিও শ্বাসকষ্টজনিত কারণে ভূগছিলেন। গত ১৫ দিনে আগে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে তার শরীরে করোনাভাইরাস শণাক্ত হয়। শুক্রবার রাত ৮ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাদের পুরো পরিবারকে হোমকোয়ারেন্টাইন রাখা হয়েছে।
গোলাম মাওলার মৃত্যুতে মিলানে শোকের ছায়া নেমে এসেছে। মিলানস্হ বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম ও সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন তার মৃত্যুতে আমরা শোকাহত।