সংবাদ বিজ্ঞপ্তি: গত ১৬ জানুয়ারি রোজ বৃহসম্পতিবার ২০ইং তারিখে দৈনিক যুগের চিন্তা পত্রিকার শেষের পাতায় ৫ম কলামে ও সংবাদ চর্চা পত্রিকায় শেষ পাতায় ৫ত ও ৬ষ্ঠ কলামে আড়াইহাজার হিন্দু সম্প্রদায়ের পাশে পুজা পরিষদ নেতৃবৃন্দ হেড লাইনে নারায়নগঞ্জ থেকে প্রকাশিত আঞ্চলিক আরোও কিছু পত্রিকায় প্রকাশিত পূজা কমিটি পরিষদ উদ্বোধন কালে জঞ্জুর গং এর বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলে বিভিন্ন প্রকার জাল জালিয়াতি মাধ্যমে দখল ও টর্চার করেছে। তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মঞ্জুর গং কখন জালিয়াতির মাধ্যমে সম্পত্তির দখল করে নাই। বিবাদী গং বিভিন্ন ভাবে আইন প্রশাসনের মাধ্যমে অবমুক্তি করা সম্পত্তির উপর আবেদন করিয়া হেয় প্রতিপন্ন ও মান সম্মান নষ্ট করার স্বার্থে বিভিন্ন মামলা মোকদ্দমা দায়ের কের। মনঞ্জুর গং এর বিরুদ্ধে বিবাদীগণের দায়েরকৃত মামলা গুলো মিথ্যা প্রমানিত হয়ে সকল মামলা খারিজ হয়ে যায়। মঞ্জুর গং এলাকার শান্তি প্রিয় লোক হয় বটে। মঞ্জুর গং এর পÿে সকল মামলা সর্বোউচ্চ আদালতে ডিগ্রী প্রদান হয়। মঞ্জুর গং ২০১৭ সালে কোন জমিন জোড় পূর্বক কোন ভূয়া কগ পত্রের মধ্যমে দখল করে নাই। বৈধ কগজ পত্রে মাধ্যমে তাহার নিজস্ব বৈধ সম্পত্তি বিগত ৩১ বছর যাবৎ বড় মনোহরদী মৌজা ২৩ মতাংশ ভূমিতে ভোগ দখলে নিয়ত আছে। মঞ্জুর গং ১৯৭৩ সনে অবমুক্তি করা সম্পত্তি ক্রয় করে একাধিক ঘর বাড়ি নির্মান করে। সহকারী জজ কোর্টে লিজের বিরুদ্ধে ও আর এস পর্চা বিরুদ্ধে মামলা নং-২৩/৯৬, বিজ্ঞ আদালতে মঞ্জুর গং এর পÿে মামলাটি ডিগ্রি হয়। বিজ্ঞ আদালতে আপিল মামলা যাহার নং-১৪১/৯৮ মঞ্জুর গং এর পÿে ডিগ্রি হয় অবশেষে বিবাদী শ্রী গোবিন্দ চন্দ্র বর্ধন আড়াইহাজার সহকারী কমিশনার (ভূমি) বরাবরে মিস কেইস মোকাদ্দমা দায়ের করে যাহার নং-০৩/২০০১ইং। সহকারি কমিশনার (ভূমি) কাগজপত্র যাচাই পূর্বক মঞ্জুর গংদের পÿে ডিগ্রি প্রদান করেন। বর্তমানে ১৩১/২০০২ইং সনের ও ভায়েশেশন মিছ ০৯/২০১৭ চলমান রয়েছে। বিবাদী গং পুলিশ সুপারের নিকট মঞ্জুর গং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে সরেজমিনে তদন্ত পূর্বক মঞ্জুর গংদের পÿে রায় হয়। এক শ্রেনীর কুচক্রি মহল মিথ্যা সংবাদ দিয়ে মঞ্জুর গংদের মান সম্মান ÿুন্ন করে। মঞ্জুর গং উক্ত প্রকাশিত সংবাদ গুলোর তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানায়।